প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

৪ মাস না খেয়ে কলম্বিয়া থেকে বাংলাদেশে এলো অজগর

admin
প্রকাশিত
৪ মাস না খেয়ে কলম্বিয়া থেকে বাংলাদেশে এলো অজগর

গাজীপুর প্রতিনিধি:

 

কলম্বিয়া থেকে আনা ইস্পাত কারখানার কাঁচামালের সঙ্গে কন্টেইনারে করে একটি অজগর সাপ বাংলাদেশে চলে এসেছে। গাজীপুরের টঙ্গীতে আনোয়ার ইস্পাত কারখানায় শিপমেন্ট হওয়ার প্রায় ৪ মাস পর শনিবার (১৯ জুন) কাঁচামাল আনলোড করতে গিয়ে সাপটি চোখে পড়ে।

পরে রোববার (২০ জুন) দুপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা সাপটি উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

 

আনোয়ার ইস্পাতের ম্যানেজার (এডমিন) মিজানুর রহমানের বরাত দিয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক বলেন, কলম্বিয়া থেকে কন্টেইনারে আমদানি করা তাদের ইস্পাতের কারখানায় কাঁচামাল আসতে প্রায় ৪ মাস সময় লাগে। শনিবার ওই কন্টেইনার আনলোড করতে গেলে সাপটি তাদের নজরে আসে।

তিনি আরও বলেন, লম্বায় ৬ ফুটের অজগরটির ওজন ৪ কেজি। বয়স হবে প্রায় ৭ মাস। সাপটি তিন থেকে চার মাস না খেয়ে থাকায় বেশ দুর্বল হয়ে পড়েছে। এছাড়া এর গায়ে একটি আঘাতের চিহ্ন রয়েছে। রোববার উদ্ধারের পর সাপটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, সাপটি অসুস্থ থাকায় সেটিকে পার্কের ভেতরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখানেই সাপটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন।