প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ৭ নেতাকর্মী কারাগারে

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ
ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ৭ নেতাকর্মী কারাগারে

Manual7 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে সিলেটের জকিগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Manual7 Ad Code

বুধবার (৫ ফেব্রুয়ারি) জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬জন আত্মসমর্পণ করেন ও একজনকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে তাঁরা জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual7 Ad Code

কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন সুলতানপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম (৪৮), উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর কামরুজ্জামান কমরু (৪৫), বারঠাকুরী ইউপি আওয়ামী লীগ নেতা বদরুল হক (৫৮), সুলতানপুর ইউপি যুবলীগ নেতা কাওসার আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিমন (২৮), পৌরসভা ছাত্রলীগ নেতা নাঈম আহমদ (২৫), পৌরসভা ছাত্রলীগ নেতা সালমান আহমদ (২৪)।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ বদরুল হক নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় এবং বাকি ৬জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কারাগারে যাওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁরা একটি মামলায় আত্মসমর্পণ করছেন। বাকি মামলায় পুলিশ শোন অ্যারেস্ট দেখাবে।

Manual3 Ad Code

সিলেট দ্রুত বিচার আদালতে সুলতানপুর ইউপি যুবলীগের আহবায়ক ফয়সল আহমদ খানসহ আরো তিনজন আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code