প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পুলিশের জালে ‘ডাকাত সর্দার’ সেলিমসহ চার

editor
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ০১:৫৩ অপরাহ্ণ
পুলিশের জালে ‘ডাকাত সর্দার’ সেলিমসহ চার

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতের দিকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিলেট মহানগরীর শাহপরান থানা এলাকায় অভিযান পরিচালনা করে জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের (চানপুর) মৃত ফয়জুল হকের ছেলে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মো. ইসলাম উদ্দিন সেলিমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সেলিমের বিরুদ্ধে জকিগঞ্জসহ সিলেটের বিভিন্ন থানায় ৭টি ডাকাতির মামলার গ্রেফতারী পরোয়ানা ছিলো।

তাছাড়াও পুলিশ অপর অভিযানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪৪১ কেজি ভারতীয় চিনি উদ্ধার করে কানাইঘাট উপজেলার পশ্চিম নালুআরা গ্রামের আলিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২) ও অন্য মামলার পলাতক আসামি বারঠাকুরী ইউপির পিল্লাকান্দী গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (৫০), পৌর এলাকার মাইজকান্দী গ্রামের বজয় মিয়ার ছেলে তারেক আহমদ (২০) কে গ্রেফতার করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সব মামলার পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

Sharing is caring!