প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জকিগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

editor
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ০৩:৩০ অপরাহ্ণ
জকিগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

 

জকিগঞ্জ প্রতিনিধি:

 

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সিলেটের জকিগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু (৪৮)কে গ্রেফতার করেছে র‍্যাবের একটি অভিযানিক দল। তিনি বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।

 

রবিবার বিকেলের দিকে তাঁকে উত্তরকুল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে রাত ৮ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাবের অভিযানিক দল মহসিন মর্তুজা চৌধুরী টিপুকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।

Sharing is caring!