জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানিসহ সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতীয় বিক্ষোভকারীরা। ভারতের অসম রাজ্যের শ্রীভূমি (করিমগঞ্জ) জেলার সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠনের বিক্ষোভের মুখে সোমবার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
জানা গেছে, সোমবার দুপুরের দিকে ভারতের শ্রীভূমির (করিমগঞ্জ) শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন ভারতের সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। এরপর জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা।
এরআগে সকালের দিকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি (করিমগঞ্জে) থেকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়। পরে শ্রীভূমি (করিমগঞ্জে) সেখানকার বিক্ষোভকারীরা আমদানি রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন।
রোববারও সিলেটের শেওলা ও জকিগঞ্জ সীমান্তের ওপারে অসমের শ্রীভূমির সীমান্ত এলাকায় বিক্ষোভ করে কিছু ভারতীয়। বিক্ষোভের একটি ভিডিওতে দেখা যায়, সীমান্ত ব্যারিকেড ভেঙে কিছু বিক্ষোভকারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। তাদের বাধা দিয়ে সেদেশের পুলিশ ও বিএসএফ।
বাণিজ্যিক কার্যক্রম বন্ধের বিষয়ে বাংলাদেশের জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেন নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা।
আমদানি রপ্তানি বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা বিক্ষোভ করে বাংলাদেশী ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দিয়েছেন।
এ নিয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে আমরা ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেন নি জানিয়ে তিনি বলেন, সকালের দিকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে।
এই কর্মকর্তা বলেন, জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতে কোন পণ্য দীর্ঘদিন ধরে রপ্তানি হয় না। তবে ফলমূলসহ কিছু পণ্য আমদানি হয়। আর শেওলা (ভারতের সুতারকন্দি) স্থলবন্দর দিয়ে বাংলাদেশী প্রাণ, আকিজসহ কয়েকটি কোম্পানির পণ্য ভারতে যায়।
এদিকে ভারতের শ্রীভূমির একটি সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে সিলেটের শেওলা স্থলবন্দর দিয়ে রপ্তানি হওয়া পটেটো, কেকসহ কিছু পণ্য সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা শ্রীভিমিতে পুড়িয়ে ফেলেছেন। তারা বাংলাদেশী পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন।
এছাড়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার জন্য ভারতের উত্তর আসামের এমএলএ কমলাখ্যা দে পুরকায়স্থ শ্রীভূমির (করিমগঞ্জ) জেলা প্রশাসককে একটি চিঠিও দিয়েছেন। তাতে তিনি বলেন, বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুতারকান্দি সীমান্ত এবং শ্রীভূমি স্টিমারঘাট হয়ে নদীপথে বাংলাদেশের সাথে রপ্তানি ও আমদানি বন্ধ করার অনুরোধ করছি।
তিনি লিখেন, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় শ্রীভূমি জেলার মানুষের অনুভূতি তুঙ্গে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে রপ্তানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com