
জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. এনাম উদ্দিন জকিগঞ্জের মাইজকান্দি পূর্ব গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে জকিগঞ্জ পৌরসভার অন্তর্গত ৯ নং ওয়ার্ডের মাইজকান্দি এলাকায় অভিযান চালায়।
এসময় এনাম উদ্দিন আটক করে দেহ তল্লাসী চালিয়ে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
Sharing is caring!