প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ণ
সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সংবাদদাতা:
সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গরুসহ কোটি টাকারও বেশি ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার তাদের ৪৮ ব্যাটালিয়নের সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল, কালাইরাগ, কালাসাদেক, উৎমা এবং সংগ্রাম বিওপি জওয়ানরা আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) এসব পণ্য জব্দ করে।

জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমান ভারতীয় গরু, চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি, মদ। তাছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লক্ষ ৬৯ হাজার টাকা বলে জানায় বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!