সুনামগঞ্জ প্রতিনিধি:
ঐতিহ্য, তারুণ্য অগ্রযাত্রার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্ত্বরে এসে মিলিত হয়।
শোভাযাত্রায় জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক তারেক মিয়ার নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সদস্য মল্লিক মঈনুদ্দিন সোহেল, শেরনূর আলী, আব্দুল হক মাসুক আলম, নাদীর আহমদ, নুরুল ইসলাম নুরুল, রেজাউল হক, আকবর আলী, আতম মিসবাহ্, আবুল মনসুর শওকত, নজরুল ইসলাম প্রমুখ।
Sharing is caring!