প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

editor
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) রাতে তার বাড়ি সুজাতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল হক জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত ফাজিল মিয়ার ছেলে।

তিনি জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা ও ৩টি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে। জামালগঞ্জ থানায় একটি নাশকতার মামলার আসামি হিসেবেও আব্দুল হকের নাম রয়েছে। যা বর্তমানে চার্জশীটের জন্য সুনামগঞ্জ সিআইডি পুলিশে তদন্তাধীন রয়েছে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ.ম কামাল হোসেইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় আব্দুল হককে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে।

Sharing is caring!