সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা পণ্য বোঝাই ট্রাক (কাভার্ড ভ্যান) নরসিংদীতে জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকায় কাভার্ড ভ্যানটি আটক করে নরসিংদী গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কাভার্ড ভ্যান চালক বরগুনা সদর উপজেলার কাঠালতলী গ্রামের ইদ্রিস খানের ছেলে জসিম উদ্দিন ও চোরাকারবারি বাগেরহাটের শরণখোলা উপজেলার তাবালখালী গ্রামের আবদুল হালিমের ছেলে মুকুল মিয়া।
নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক এস এম কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে শুল্ক ফাঁকি দেওয়া ওইসকল ভারতীয় প্রসাধনী ও পণ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিল তারা। পারভেজ নামে চকবাজারের একব্যক্তির কাছে পণ্যগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল।
জব্দকৃত ভারতীয় প্রসাধনী ও অন্যান্য পণ্যের বাজার মূল্য ৫০-৬০ লাখ টাকা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com