প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক গ্রেফতার

editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ণ
সিলেটে ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আউয়াল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার ট্যাকেরঘাট বড়ছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আউয়াল মিয়া সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়ের করা নাশকতার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আউয়াল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!