প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

‘দিনশেষে আমরা টাকার জন্যই খেলি’, পারিশ্রমিক ইস্যুতে মিরাজ

editor
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
‘দিনশেষে আমরা টাকার জন্যই খেলি’, পারিশ্রমিক ইস্যুতে মিরাজ

 

ক্রীড়া প্রতিবেদক:

বিপিএলের চলমান একাদশ আসরকে কেন্দ্র করে যেন বিতর্কের শেষ নেই। এর মাঝে সবাইকে ছাপিয়ে আলোচনায় দুর্বার রাজশাহী। দলটির ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রয়েছে। এবার এই ইস্যুতে কথা বলেছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে– খেলোয়াড়রা দিনশেষে টাকার জন্যই ক্রিকেট খেলে।

 

মিরাজ বলেছেন, ‘দিনশেষে কিন্তু আমাদের সবারই বদনাম হবে। আমরা যদি এ জিনিসগুলো ঠিকঠাক মতো মেনটেইন না করি, ঠিকঠাক ব্যবহার না করতে পারি; তাহলে দিনশেষে আমাদের ক্রিকেটের জন্য বদনাম হবে। আমাদের সবার বদনাম হবে। সেটি যেন না হয় সেজন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। আমরা যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছি, বিশ্বে আমরা ভালো করলে বাহবা দেয়; সে জিনিসটা আমাদের এখানেও বজায় রাখা দায়িত্ব।’

পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে মিরাজের, ‘এটা খারাপ লাগছে। দিনশেষে তো আমরা খেলোয়াড়রা ক্রিকেট খেলি টাকার জন্য। যদি পারিশ্রমিক না পাই, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই খারাপ। যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, তারা এ ব্যাপারে কথা বলবে বলে আমরা আশাবাদী। তারা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিয়ে কথা বলবে সবার সঙ্গে যারা ফ্র্যাঞ্চাইজি মালিক আছে। সেক্ষেত্রে যদি সমস্যা হয়, ক্রিকেট বোর্ড একটা ভালো সমাধান দেবে আমার কাছে মনে হয়।’

 

বিপিএল কর্তৃপক্ষও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে বলে প্রত্যাশা এই টাইগার অলরাউন্ডারের, ‘একটা জিনিস দেখেন এ বছর পরিস্থিতি একটু আলাদাভাবে হয়েছে। এর আগে এরকম কখনও হয়নি। আমার কাছে মনে হয় এই প্রথম এরকম পরিস্থিতি ঘটেছে। সবাই যদি চিন্তা করে যে, এখন আমাদের দেশ সেটেল নেই। এর জন্য হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। আমার কাছে মনে হয় এখানে যারা দায়িত্বে আছে, বিপিএল গভর্নিং কাউন্সিল এটা নিয়ে কাজ করবে। আশা করি তারা সুন্দর, ভালো একটা সমাধান দেবে। তারা অবশ্যই খেলোয়াড়দের সঙ্গে থাকবে সবসময়।’

প্রসঙ্গত, চলতি বিপিএলে এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি মিরাজের দল খুলনা। তবে পয়েন্ট টেবিলের পাঁচে থাকা দলটির সামনে সেই সুযোগ রয়েছে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৮। বাকি দুই ম্যাচ জিতলেই তারা উঠে যেতে পারে প্লে-অফে। বিপরীতে এক ম্যাচ হারলেও বিদায় নিশ্চিত হয়ে যাবে মিরাজদের।

Sharing is caring!