স্পোর্টস ডেস্ক:
এবারের বিপিএলে দুরন্ত ঘোড়ার মতই ছুটছিল রংপুর রাইডার্স। একের পর এক জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান পোক্ত করেছিল দলটি। সাবেক চ্যাম্পিয়নরা ৮ ম্যাচের সবকটিতেই জিতে আজ মাঠে নেমেছিল নিজেদের নবম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে। তবে টানা জয়ের ধারা এবার আর বজায় রাখতে পারল না নুরুল হাসান সোহানের দল।
১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর শেষ পর্যন্ত অল আউট হয়েছে ১৪৬ রানে। আর তাতে ২৪ রানে হেরে অপরাজিত থেকে প্লে অফে যাওয়া হল না রংপুরের।
রাজশাহীর দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। এরপর দলকে পথ দেখিয়েছিলেন সাইফ হাসান। তবে দলীয় ৫৫ রানে খুশদীল শাহ আউট হলে ফের ধাক্কা খায় রংপুর। এদিকে আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত স্কোরবোর্ডে রান তোলা সাইফও আউট হন ২৯ বলে ৪৩ রান করে।
সাইফ ফেরার পর ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফিরেন মেহেদী হাসান। এরপর ঝড়ো ব্যাটিংয়ে জয়ের আশা জাগিয়েছিলেন অধিনায়ক সোহান। তবে ২৬ বলে ৪১ রান করে সোহান আউট হওয়ার পর সাইফউদ্দিনও ১৪ বলে ২৩ রান করে আউট হলে শেষ পর্যন্ত ১৪৬ রানেই থামে রংপুরের ইনিংস। আর তাতে ২৪ রানের জয় পায় রাজশাহী।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com