প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে রজব, ১৪৪৬ হিজরি

জয়রথে চাপা রংপুরের শক্ত পরীক্ষা নেবে রাজশাহী

editor
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ণ
জয়রথে চাপা রংপুরের শক্ত পরীক্ষা নেবে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক:
পয়েন্ট টেবিলের ছয় আর একের মাঝে লড়াই। ম্যাচেও ব্যবধানের সেই ছাপ। জয়রথে ছোটা রংপুর রাইডার্সের বিপক্ষে কোনোমতে দেড়শ পেরোতে পারে দুর্বার রাজশাহী। তবে তাসকিন আহমেদদের বিপক্ষে ভালোই বেগ পেতে হবে নুরুল হাসান সোহান ব্রিগেডকে।

ঢাকার পর সিলেট হয়ে এখন চট্টগ্রাম— সবখানেই জিতে চলেছে রংপুর। বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচের সবকটিতে জিতেছে। প্লে অফও নিশ্চিত করে বসেছে। অন্যদিকে টেবিলের ৬ নম্বরে থাকা রাজশাহীর শেষ চারের আশা বাঁচানোর লড়াই। আজ ৯ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৭০ রান। টানা নবম জয় পেতে তাসকিনদের বিপক্ষে ওভারপ্রতি নয়ের কাছাকাছি রান আনতে হবে রাইডার্সদের।

Sharing is caring!