ক্রীড়া প্রতিবেদক:
বিপিএলের ৪২ ম্যাচের লিগ পর্বের ২৮ ম্যাচ শেষে এখন পর্যন্ত প্লে-অফের টিকিট নিশ্চিত করতে পেরেছে শুধু একটি দল। প্রথম আট ম্যাচের সবকটি জিতে শীর্ষ চারে থাকা নিশ্চিত করে প্লে-অফে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স। বাকি চার ম্যাচের দুটিতে জিতলে শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত হয়ে যাবে রংপুরের। প্লে-অফের বাকি তিনটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে অপর ছয় দল। এখন পর্যন্ত কোনো দল আনুষ্ঠানিকভাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়নি। এমনকি, তলানির দুই দল সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসেরও সুযোগ আছে প্লে-অফে ওঠার। প্লে-অফে খেলতে দলগুলোর সমীকরণ দেখে নেওয়া যাক।
আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে চিটাগং কিংস। সাত ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে ফরচুন বরিশাল। প্লে-অফ নিশ্চিত করতে দুদলেরই দরকার আর দুটি করে জয়। চট্টগ্রাম তাদের শেষ চার ম্যাচ খেলবে ঢাকা, রাজশাহী, সিলেট ও বরিশালের বিপক্ষে। অন্যদিকে বরিশালের শেষ পাঁচ ম্যাচের দুটি খুলনার বিপক্ষে। বাকি তিন ম্যাচ সিলেট, ঢাকা ও চিটাগংয়ের বিপক্ষে।
সমান ছয় পয়েন্ট নিয়ে চার ও পাঁচে রয়েছে যথাক্রমে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। খুলনা খেলেছে সাত ম্যাচ, রাজশাহী নয়টি। প্লে-অফে যেতে বাকি পাঁচ ম্যাচের তিনটিতে জিততে হবে খুলনাকে। তারা দুবার বরিশালের এবং একবার করে সিলেট, রংপুর ও ঢাকার মুখোমুখি হবে। রাজশাহীকে জিততে হবে বাকি তিন ম্যাচেই। তাদের শেষ তিন ম্যাচের দুটি রংপুরের বিপক্ষে, অন্যটি সিলেটের বিপক্ষে।
নয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে ছয়ে থাকা ঢাকার জন্য সমীকরণটা সবচেয়ে কঠিন। বাকি তিন ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১০। অন্য ম্যাচের ফল পক্ষে না এলে প্লে-অফে যেতে ১০ পয়েন্ট যথেষ্ট না-ও হতে পারে। আপাতত প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে চিটাগং, বরিশাল ও খুলনার বিপক্ষে শেষ তিন ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ঢাকার।
আট ম্যাচে চার পয়েন্ট নিয়ে তলানিতে থাকা সিলেটের ভাগ্য নিজেদের হাতে থাকলেও তাদের কাজটাও সহজ নয়। অন্যদের দিকে না তাকিয়ে প্লে-অফে যেতে খুলনা, বরিশাল, রাজশাহী ও চিটাগংয়ের বিপক্ষে শেষ চার ম্যাচেই জিততে হবে সিলেটকে।
Sharing is caring!