স্পোর্টস ডেস্ক:
ফুটবল কিংবদন্তি পেলে গত হয়েছেন আরও বছর দুয়েক আগে। ২০২২ সালের ২৯ ডিসেম্বরে তিনি চলে গেছেন না ফেরার দেশে। সেই পেলেকেই কি-না দেখা গেল এবার নেইমারকে আহ্বান করতে, তাকে সান্তোসে ফিরতে বলেছেন তিনি।
শীতকালীন দলবদল চলছে। এই উইন্ডোতেই ছয় মাসের জন্য ধারে খেলার চুক্তিতে নেইমারকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে সান্তোস, জানাচ্ছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম। সৌদি প্রো লিগে মৌসুমের দ্বিতীয় ভাগের জন্য ব্রাজিলীয় ফরোয়ার্ডকে নিবন্ধিত করেনি আল হিলাল। চোট কাটিয়ে উঠলেও শারীরিকভাবে নেইমার এখনো শীর্ষ পর্যায়ের ফুটবল খেলার জন্য প্রস্তুত না থাকায় তার নিবন্ধন করা হয়নি।
ফলে আগামী ছয় মাস ক্লাবের হয়ে শুধু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কয়েকটি ম্যাচ খেলার সুযোগ আছে নেইমারের। কিন্তু বিশ্বকাপের আগের বছরে নেইমার নিয়মিত খেলতে চান। আর এ সুযোগ কাজে লাগিয়ে আপাতত ছয় মাসের জন্য তাকে দলে পেতে চায় সান্তোস। ঘরের ছেলে ঘরে ফিরলে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে বিশ্বাস তাদের।
আগামী জুনে আল হিলালের সঙ্গে চুক্তি শেষে স্থায়ীভাবে নেইমারকে দলে টানার চেষ্টা করবে সান্তোস। তার আগে তাকে ধারে নেওয়ার জন্য আল হিলালকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ব্রাজিলীয় ক্লাবটি।
আর নেইমারকে রাজি করানোর জন্য একটি বিশেষ ভিডিও তৈরি করেছে তারা। সেখানে নেইমারকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন ফুটবলের রাজা ও সান্তোসের প্রয়াত মহাতারকা পেলে! কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো হয়েছে ভিডিওটি, তা বলাই বাহুল্য!
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com