প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ণ
বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
মালয়েশিয়ায় আজ ১৬টি দলের অংশগ্রহণে পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর সেই আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। যেখানে লাল-সবুজের দলের প্রতিপক্ষ নেপাল।

টুর্নামেন্ট শুরুর দিনে বাংলাদেশের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়। যেখানে জয় দিয়ে আসর শুরু করতে মরিয়া বাংলাদেশ।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের প্রস্তুতিটা অবশ্য হয়েছে বেশ। গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব-১৯-টি টোয়েন্টি এশিয়া কাপে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হেরেছিল তারা। এরপর টুর্নামেন্টে পা রাখার আগে শ্রীলংকার বিপক্ষেও শেষ দুই ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ।

মূল টুর্নামেন্টে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে তাই সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করতে চান তিনি। বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ সামনে এগোতে চাই। আমাদের দলটা অনেক ভালো। দলের শক্তির জায়গা কোনটি আমরা তা জানি। সুতরাং নিজেদের সেরাটা দিতে পারলে ভাল কিছু হবে আশা করছি।’

Sharing is caring!