প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই রজব, ১৪৪৬ হিজরি

এক ম্যাচ জিতে আবার হারল ঢাকা

editor
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
এক ম্যাচ জিতে আবার হারল ঢাকা

স্পোর্টস ডেস্ক:
টানা ৬ ম্যাচ হেরে সপ্তম ম্যাচে এসে দুর্বার রাজশাহীকে হারিয়েছিল ঢাকা ক্যাপিটালস। অষ্টম ম্যাচে গিয়ে আবার হার দেখল চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দলটি। আজ বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে ৮ উইকেটে উড়ে যায় ঢাকা।

প্রথমে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের ৬২ রানের ইনিংসের পরও ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। টুর্নামেন্টে যেভাবে রান হয়েছে, তাতে শক্তিশালী বরিশালের কাছে এই রান মামুলি। সেভাবেই খেললে তামিম ইকবালের দল। ২৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেছে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি।

১৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই অবশ্য নাজমুল হোসেন শান্তকে হারায় বরিশাল। দ্বিতীয় উইকেটে দুর্দান্ত এক জুটি গড়ে বরিশালের জয়ের পথ অনেকটাই সহজ করে দেন ফর্মে থাকা তামিম ও একটু দেরিতে খেলতে আসা ডেভিড মালান। ১১৭ রান যোগ করেন এই দুজন। দলের জয় যখন একদম কাছাকাছি তখন আউট হন তামিম। ৪৮ বলে ৬১ রান করে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরার বলে বোল্ড হন বরিশাল অধিনায়ক। ৬টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকান তিনি। ৪১ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন ইংলিশ ব্যাটার মালান। আরেক পাশে ৪ বলে ১৩ রান করেন জাহানদাঁদ খান।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা। শুরুতে ধীরগতিতে খেললেও উইকেট হারায়নি ঢাকা। পঞ্চম ওভারের চতুর্থ বলে লিটনের আউটের মাধ্যমে ধস শুরু হয় ঢাকার। ১৭ বলে ১৩ রান করেন লিটন। এরপর তানজিদ একপাশ আগলে রাখলেও অন্য পাশে কোমড় সোজা করেই দাঁড়াতে পারেননি কেউ। ৫০ রানের মধ্যে ৩ উইকেট হারানো ঢাকা এক শ রানের মধ্যে হারায় ৬ উইকেট। ১৬তম ওভারের খেলা চলে তখন। একে একে ফিরে গেছেন মুনিম শাহরিয়ার, জেপি কোটজে, সাব্বির রহমান, থিসারা পেরেরা ও মোসাদ্দেক হোসেনরা।

শেষ পর্যন্ত তানজিদের ইনিংসের ওপর ভর করে ১৩৯ রান করে ঢাকা। তাকে ভালো সঙ্গ দেন আট নম্বরে নামা ফরমানুল্লাহ। ১৬ বলে এক চার ও ২ ছক্কায় ২২ রান করেন তিনি। ৪৪ বলে ২টি চার ও তার দ্বিগুণ ছক্কায় তানজিদের ব্যাট থেকে আসে ৬২ রান। তাতেও ৩ বল বাকি থাকতেই ১৩৯ রানে অলআউট হয় ঢাকা।

Sharing is caring!