স্পোর্টস ডেস্ক:
ফুটবলে গ্যারি লিনেকারের একটি মন্তব্য প্রবাদে রূপ নিয়েছে, ‘২২ জন খেলোয়াড় একটা বলের পেছনে ৯০ মিনিট ছোটে, খেলাটা শেষ পর্যন্ত জয় পাই জার্মানিই।’ জার্মানির জায়গায় যদি বার্সেলোনাকে এনে দেওয়া যায় তবে জব্বর ফিট হবে। ইংলিশ কিংবদন্তির কথাটি ঘুরিয়ে এমন ভাবেও বলা যায়, ‘ফুটবলে বার্সার খেলোয়াড়েরা একটা বলের পেছনে ৯০ মিনিট ছোটেন এবং প্রতিপক্ষ শেষ পর্যন্ত ৫ গোল খায়!’ একটু বেশি বেশি মনে হতে পারে! কিন্তু সবশেষ ম্যাচগুলোতে যদি চোখ বোলান, তবে ক্ষীণ সায় হলেও দেবেন।
কিভাবে! ফর্মের তুঙ্গে থাকা বার্সা বুধবার রাতে লুইস কম্পোস অলিম্পিক স্টেডিয়ামেও মেতেছিল গোলউৎসবে। কোপা দেল রে’তে রিয়াল বেতিসের জালে ৫ গোল ঠুকেছে বার্সা। কদিন আগে সুপার কাপের ফাইনালেও রিয়াল মাদ্রিদের জালে পাঁচবার জাল খুঁজে পেয়েছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। স্কোরশিটে আরও আগে চোখ বোলালেও দেখবেন, একসময় আর্থিক সমস্যা ও দল নিয়ে সমস্যায় থাকা বার্সা যেন নিয়ম বানিয়ে বসেছে। খেলব, প্রতিপক্ষের জালে পাঁচ গোল দেব এবং অবশ্যই ম্যাচ জিতব।
কাতালান ক্লাবটি সবশেষ ২৩ ম্যাচের সাতটিতে প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছিল। এক-দুই করে পাঁচ পাঁচটি গোল পেয়েছে। চার গোলে জয়ও আছে কয়েকটি। এসময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সা হেরেছে মোটে ৬ ম্যাচ। এসময় তাদের কাছে দুই দুইবার পরাস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। এমন উৎসবে গতকাল পর্যদুস্ত হয়েছে রিয়াল বেতিস। তাদেরকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে বসেছে লা লিগার শীর্ষ ক্লাবটি।
৫ গোল দেব— নিয়ম করে বসা বার্সার হয়ে গত রাতে আলো ছড়িয়েছেন লামিনে ইয়ামাল। তরুণ তুর্কি একটি গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছে আরও দুটি গোল। দুটি গোল বানিয়ে দিয়েছেন তিনি। রবের্ত লেভানডোভস্কি, মার্ক কাসাদো ও আলেহান্দ্রো বালদেকে বিশ্রাম দেওয়ার ম্যাচে ম্যাচের তৃতীয় মিনিটে জালের দেখা পায় গাভি। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুলস কুন্দে। বিরতির পরেই সেই পুরোনো রূপ। ৫৮ মিনিটে ইয়ামালের প্রতি আক্রমণ থেকে রাফিনহা এনে দেয় তৃতীয় গোল। ৬৭ মিনিটে বদলি নামা ফেরান তোরেস জাল কাঁপান। ৭৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে পঞ্চম গোলটি করেন ইয়ামাল। পাঁচ গোল খেয়ে বেতিস ৮৪ মিনিটে একটি গোল শোধ দেয়।
Sharing is caring!