প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রজব, ১৪৪৬ হিজরি

বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের জেসি

editor
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের জেসি

স্পোর্টস ডেস্ক:
আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। আসন্ন এ আসরে ম্যাচ পরিচালনার জন্য আজ ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। আইসিসির ঘোষিত তালিকায় আছেন বাংলাদেশি আম্পায়ার সাথিরা জাকির জেসিও।

আইসিসির ঘোষিত তালিকায় ৪ জন ম্যাচ রেফারির পাশাপাশি থাকছেন ১৬ জন আম্পায়ার। জেসি এর আগে ২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারীদের এশিয়া কাপেও আম্পায়ারিং করেছিলেন। গত বছর ডাম্বুলায় শ্রীলঙ্কা-ভারত ফাইনালে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন জেসি।

আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। আসন্ন এ টুর্নামেন্টে বাংলাদেওশ আছে ‘ডি’ গ্রুপে যেখানে লাল-সবুজের দলের প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, নেপাল এবং স্কটল্যান্ড।

রেফারিদের শুভকামনা জানিয়ে আইসিসির আম্পায়ার্স ও রেফারিজ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক শন ইয়াসে বলেছেন, ‘এই ইভেন্টে নির্বাচিত আম্পায়ার ও ম্যাচ রেফারিদের অভিনন্দন। তাঁরা দ্বিপক্ষীয় ক্রিকেটে ভালো পারফর্ম করে এটা অর্জন করেছেন। এটি একটি বৈচিত্র্যময় দল, যা সত্যিই চমৎকার। আমরা আত্মবিশ্বাসী যে তাঁরা ভালো পারফর্ম করবেন এবং কেউ কেউ খেলাটির আরও উঁচু স্তরে দায়িত্ব পালন করার দিকে অগ্রসর হবেন।’

Sharing is caring!