প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রজব, ১৪৪৬ হিজরি

বল পায়ে লাগিয়েই নেইমারের আয় ১৪ কোটি টাকা

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০১:১৮ অপরাহ্ণ
বল পায়ে লাগিয়েই নেইমারের আয় ১৪ কোটি টাকা

 

স্পোর্টস ডেস্ক:

নেইমার জুনিয়র ফুটবল খেলতেই ভালোবাসেন। মাঠের বাইরে তার প্রতিটা মুহূর্তই সংগ্রামের। তবে সৌদি পেট্রোডলারটা বিগত এক বছরে তার মাঠের বাইরে থাকার সময়টাকেও পরিণত করেছে বড় রকমের আর্থিক সাফল্যে। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও চুক্তি অনুযায়ী বেতন ঠিকই পেয়েছেন।

 

গেল এক বছরে আল হিলালের হয়ে পুরো বছরে তিনি খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। কিন্তু বেতনের টাকা পেয়েছেন পুরোপুরি। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে যা প্রায় ১ হাজার ২৬৯ কোটি ২৭ লাখ টাকা। মাঠের খেলার সঙ্গে তুলনা করলে প্রতি সেকেন্ড খেলার বিনিময়ে নেইমার আয় করেছেন প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।

২০২৪ সালে নেইমার যে দুই ম্যাচ খেলেছিলেন, দুটিতেই নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই দুই ম্যাচে আল হিলালের প্রতিপক্ষ ছিল আল আইন ও এসতেগলাল এফসি। দুটি ম্যাচে নেইমার কোনো গোল করতে পারেননি। এমনকি সতীর্থদের দিয়ে গোল করাতেও পারেননি তিনি। সেই দুই ম্যাচে আল হিলাল জিতেছে।

 

তবে ফুট মেরকাটের তথ্য এখানেই থেমে নেই। বরং নেইমারের আয়ের আরও বড় চিত্র আছে তাদের ভাণ্ডারে। সদ্য শেষ হওয়া বছরে নেইমার মাঠে নেমে দিয়েছেন ৪৫ টাচ। ফুট মেরকাটের হিসাব অনুযায়ী প্রতি বার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন ১৪ কোটি ৮ লাখ টাকা।

 

২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে আল হিলালে পাড়ি জমান নেইমার। সৌদি আরবের ক্লাবে ১৭ মাস কাটিয়ে দিলেও সব মিলে খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। তবে ব্রাজিলিয়ান এই তারকাকে ছাড়াই দিব্যি শিরোপা জিতে চলেছে সৌদি আরবের সফলতম ক্লাবটি।

 

এসিএল চোটের কারণে নেইমার এখন পর্যন্ত মাঠের বাইরে। শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। তবে ক্লাব তার সঙ্গে চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন, তা এখনো স্পষ্ট নয়। মাঝে ইন্টার মায়ামিতে মেসি–সুয়ারেজদের সঙ্গে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও দলটির কোচ তা নাকচ করে দিয়েছেন।

Sharing is caring!