স্পোর্টস ডেস্ক :
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। সবকটা ম্যাচে জিতেছে অধিনায়ক নুরুল হাসান সোহানের দল। ওদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারের বিপিএলে একটা মাত্র ম্যাচে হেরেছে। সে হারটাও অবশ্য এসেছে এই রংপুরের বিপক্ষেই।
আজ এবারের বিপিএলে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে টস জিতেছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি বরিশালকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রংপুর আজিজুল হাকিম তামিমের টানা ব্যর্থতার পর তাকে বাদ দিয়েছে। তার জায়গায় একাদশে এসেছেন তৌফিক খান। ওদিকে বরিশাল কোনো পরিবর্তন আনেনি তাদের একাদশে।
রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, তৌফিক খান, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান (উইকেটরক্ষক/অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, কামরুল ইসলাম, নাহিদ রানা, আকিফ জাভেদ
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কাইল মায়ার্স, তৌহিদ হৃদয়, জাহানদাদ খান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, তানভীর ইসলাম।
Sharing is caring!