প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই রজব, ১৪৪৬ হিজরি

বিপিএলের ‘ছোট বাউন্ডারি’ নিয়ে আপত্তি তামিমের

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ণ
বিপিএলের ‘ছোট বাউন্ডারি’ নিয়ে আপত্তি তামিমের

স্পোর্টস ডেস্ক:
এবারের বিপিএলে চলছে রানের বন্যা। চার-ছক্কার মার দেখে খুশি দর্শকরা। গতকাল দুই ম্যাচে ছক্কা হয়েছে ৪৫টি। আগের আসরের তুলনায় উইকেটের মান বেড়েছে। সেইসঙ্গে বাউন্ডারির দৈর্ঘ্যটা কমিয়ে এনেছে বিসিবি। যা ভালো চোখে দেখছেন না ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

দুর্বার রাজশাহীর বিপক্ষে ৮৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তামিম। এরপর আসেন প্রেস ব্রিফিংয়ে। সেখানে ছোট বাউন্ডারির সমালোচনা করে বলেন, ‘যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা খুব ভালো। আমি যা দেখতে চাই, তা হলো আরও বড় সীমানা। জায়গা যখন আছে, তাহলে ৫৮-৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি, জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ গজের বাউন্ডারি দেখা যায়। তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে।’

তবে উইকেটের প্রশংসা করে অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘উইকেট এবার এতো ভালো যে কিউরেটরদের কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো থাকে, তখন সীমানা বাড়িয়ে দেওয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে। তাহলে বোলারদের জন্যও সুযোগ থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই।’

সামনে বড় বাউন্ডারির প্রত্যাশা করে তামিম বলেন, ‘শীর্ষ কর্তারা যারা সিদ্ধান্ত যা গ্রহণ করেন, আমার আশা ও প্রার্থনা, তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারি আরেকটু পিছিয়ে দেবেন। কারণ জায়গা তো আছেই।’

Sharing is caring!