স্পোর্টস ডেস্ক:
পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। আজ দুপুর ১টায় মিরপুর শেরে বাংলায় উদ্বোধনী ম্যাচে টস জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। দুই দলের লড়াইটি শুরু হবে দুুপুর দেড়টায়।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালে তারার মেলা। দেশি ক্রিকেটারদের নিয়ে এমনিতে দলটি তারকাবহুল। তামিম আগের দিনই জানিয়েছিলেন, একাদশ ঠিক করে ফেলেছেন তারা। ওপেনিংয়ে তার সঙ্গে থাকছেন নাজমুল হোসেন শান্ত। দলটির একাদশে জায়গা পাওয়া চার বিদেশি হচ্ছেন মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স, শাহিন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফ।
তিন মৌসুম পর বিপিএলে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের কোনো দল। দুর্বার রাজশাহী খুব তারকাবহুল দল না হলেও অনেকের মতেই জায়গা মতো তাদের ভালো ক্রিকেটার আছে যারা ভালো করার সামর্থ্য রাখে।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কাইল মেয়ার্স, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, তানভীর ইসলাম, রিপন মন্ডল ও শাহিন শাহ আফ্রিদি।
দুর্বার রাজশাহী একাদশ:
মোহাম্মদ হারিস, এনামুল হক (অধিনায়ক), জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী, এসএম মেহরব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যৃঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও হাসান মুরাদ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com