প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৬ হিজরি

অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল সিলেট

editor
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ণ
অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল সিলেট

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে আগামী ৩০ ডিসেম্বর থেকে। আসর শুরুর আগের দিন অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে স্ট্রাইকার্সদের নেতৃত্ব দেবেন আরিফুল হক।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরিফুলের নেতৃত্বের খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরিফুলের নেতৃত্বে এবার বেশ শক্তিশালী দলই গড়েছে সিলেট। দলটির দেশি তারকাদের মধ্যে আছেন জাকের আলি, জাকির হাসান, রনি তালুকদার, তানজিম হাসান সাকিব এবং আল আমিন হোসেনের মতো ক্রিকেটাররা। তাছাড়া বিদেশিদের মধ্যে আছেন রিস টপলি, পল স্টার্লিং ও রাকিম কনওয়েলের মতো তারকারা।

এবারের আসরে বেশিরভাগ দলই তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। গত আসরে ফরচুন বরিশালকে শিরোপা এনে দেওয়া তামিমের কাঁধেই থাকছে অধিনায়কের দায়িত্বটা। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। গত আসরেও তিনি ছিলেন দলটার অধিনায়ক। কিছুদিন আগেই দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগও।

রোববার দুপুরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দিয়ে ঢাকা ক্যাপিটালস জানায়, শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা এই আসরে দলের অধিনায়কের ভূমিকায় থাকছেন। রাজশাহী নিজেদের অধিনায়ক হিসেবে এনামুল হক বিজয়ের নাম ঘোষণা করেছে।

এছাড়া নিজেদের অধিনায়কের নাম জানিয়েছে চিটাগাং কিংসও। বন্দরনগরীর দলের অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন। এখন কেবল খুলনা টাইগার্সের অধিনায়কদের নামের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

Sharing is caring!