প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রজব, ১৪৪৬ হিজরি

‘মেসি আমার চেয়ে সেরা, এই কথা কে বলেছে?’

editor
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ণ
‘মেসি আমার চেয়ে সেরা, এই কথা কে বলেছে?’

স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো- সর্বকালের সেরা ফুটবলারদের তালিকা করলে এ দুজনের নামই নিতে হবে। গত প্রায় দুই দশক তারা বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন, জুটিয়েছেন অগণিত ভক্ত। রোনালদো-মেসির দ্বৈরথ ছিল খেলার মাঠে, তবে এ দুজনের ভক্তরা মাঠের বাইরে দ্বৈরথে নামতেন কে সেরা এই প্রশ্নে। তবে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে এ দুজনের মাঝে কে সেরা এই প্রশ্নের ইতি টেনেছেন মেসি।

এদিকে বিশ্বকাপ জয়ের মাধ্যমে মেসি সর্বকালের সেরা হওয়ার দৌড়ে শেষ ধাপ অতিক্রম করলেও এখনো মেসি-রোনালদোর ভক্তদের মাঝে কথার লড়াই হয় কে সেরা তা নিয়ে। এবার রোনালদো নিজেও প্রশ্ন তুলেছেন এই বিষয়ে।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রীতিমত ইউটিউবার বনে গেছেন রোনালদো। বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব হওয়া ইউটিবার মিস্টার বিস্টের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। গত সোমবারও তেমনি একটি ভিডিও প্রকাশ করেছেন রোনালদো।

‘রোনালদোকে থামাতে কতজন গোলরক্ষকের প্রয়োজন?’- শিরোনামের এই ভিডিওতে দেখা যায় মিস্টার বিস্টের সঙ্গে পেনাল্টি শট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন পর্তুগিজ মহাতারকা। এ সময় গোলপোস্টের সামনে বিস্ট ছাড়াও ছিলেন আরও তিনজন।

এই ভিডিওতে বিস্ট তার বন্ধুকে দেখিয়ে বলেন, ‘নোলান বলেছে, সে তোমাকে পছন্দ করে না। সে মনে করে তুমি গোট (গ্রেটেস্ট অব অল টাইম) না। সে মনে করে মেসিই সেরা। সে এটাকে (ফুটবল) সকার বলে ডাকে এবং মেসিকে সর্বকালের সেরা বলে।’

বিস্টের এমন কথা শুনে রোনালদো পালটা প্রশ্ন করেন, ‘কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?’ রোনালদো অবশ্য কথাটা মজা করেই বলেছিলেন। কেননা, এমন প্রশ্ন করার পরই তাকে বেশ হাসতে দেখা যায়। হাসিঠাট্টার পর অবশ্য পেনাল্টি শট নিয়ে গোল ঠিকই করেছেন রোনালদো, আর বলটাও তিনি মেরেছিলেন নোলানের দিকেই।

Sharing is caring!