স্পোর্টস ডেস্ক:
১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬১ রানেই ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ পুরো নিয়ন্ত্রণে চলে আসে বাংলাদেশের। এরপর ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল। তার বিধ্বংসী ব্যাটিংয়ে জয় প্রায় হাতছাড়া হয়েছিলো বাংলাদেশের। তবে শেষ ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ৭ রানের জয় এনে দেন পেসার হাসান মাহমুদ।
হাসান বাংলাদেশের জয় নিশ্চিত করলেও অলরাউন্ডার নৈপুণ্য ম্যাচসেরা হয়েছেন শেখ মেহেদী। ৪ উইকেট তুলে নিয়ে জয়ের পথ তৈরি করেন তিনি। কঠিন৷ সময়ে হাসান জয় এনে দিতে পারবেন এমন বিশ্বাস ছিল মেহেদীরা।
ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসানের প্রশংসা করে মেহেদী বলেন, ‘হাসান আবারও প্রমাণ করেছে। আমার মনে আছে আয়ারল্যান্ড সিরিজে ডেথ ওভারে একটা ম্যাচ জিতিয়েছিলো। আমার ওই অনুভূতি আবার চলে আসছিলো। আমি ভেবেছিলাম সে হয়তোবা পারবে। আমার বিশ্বাস ছিলো সে হয়তো পারবে।’
নিজের বোলিং প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন বলে তো সব সময় বল করে থাকি। আমি আমার প্রক্রিয়া অনুসরণ করেই এগুচ্ছিলাম। ওদের ডানহাতি ব্যাটার ছিলো, আমার চিন্তা ছিলো ওদেরকে সহজে শট খেলতে যেন না দেই। কারণ ওরা অনেক শক্তিশালী।’
সেইসঙ্গে লিটনের অধিনায়কত্বের প্রশংসা করে এই টাইগার অলরাউন্ডার বলেন, ‘সব মিলিয়ে যে পরিকল্পনা করেছে, লিটনের অধিনায়কত্ব অসাধারণ ছিলো। সে নেতৃত্বে সাহসিকতা দেখিয়েছে। লিটন যে সময় যেটা করা দরকার সেটা করার চেষ্টা করেছে।’
Sharing is caring!