স্টাফ রিপোর্টার:
বাংলাদেশসহ গোটা ক্রিকেট বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাকিব আল হাসান। যার নাম উচ্চারিত হয় শুধু মাঠের পারফরম্যান্সের জন্য নয়, বরং এক জীবন্ত কিংবদন্তি হিসেবে। ক্রিকেটের এক অসীম আকাশে যেন তিনি ধ্রুবতারা, যার আলোয় উদ্ভাসিত হয়েছে বাংলার ক্রিকেট। ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেওয়া কিংবা বল হাতে প্রতিপক্ষের উইকেট উপড়ে ফেলার মধ্যে তিনি যেন শিল্পের ছোঁয়া দিয়েছেন।
তার উপস্থিতি শুধু একজন ক্রিকেটারের নয়, বরং এক যোদ্ধার, যে প্রতিটি বল, প্রতিটি রান, প্রতিটি মুহূর্তে বাইশ গজে দেশপ্রেমের গল্প বুনেছেন। তবে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে যেন এই নক্ষত্রের আকাশে জমেছে কালো মেঘ। ইতিমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন সাকিব। কথা ছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই বিদায় জানাবেন ওয়ানডে ফরম্যাটকেও। তবে তার আগেই বড় পরীক্ষায় পড়ে গেলেন দেশের ক্রিকেটের পোস্টার বয়।
গেল সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলতে যান সাকিব আল হাসান। খেলেছেন এক ম্যাচ তাতে এই অলরাউন্ডার দুই ইনিংসে শিকার করেন ৯ উইকেট। তবে পরবর্তীকালে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ঐ ম্যাচের আম্পায়াররা। যা সাকিবের ১৮ বছরের ক্যারিয়ারে প্রথম। পরে গেল ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিক্যাল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব।
এরপর ১০ ডিসেম্বর সেই পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। কিন্তু সেই বোলিং পরীক্ষায়ও পাশ করতে পারেননি বাংলাদেশের ইতিহাসের সেরা এই অলরাউন্ডার। এরপরই এসেছিল ইসিবির প্রতিযোগিতায় তার বোলিং নিষিদ্ধ হওয়ার খবর। আর সেই নিষেধাজ্ঞাই সাকিবকে অলরাউন্ডার থেকে বানিয়ে দিয়েছে শুধু মাত্র বোলার।
ইসিবির নিষেজ্ঞাতে আইসিসি অনুমোদিত কোনো প্রতিযোগিতায় বল করতে পারবেন না সাকিব। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা নিয়ম অনুসারে এটাই হওয়ার কথা ছিল।
ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন না দেশসেরা এই অলরাউন্ডার। তিনি শুধু খেলতে পারবেন ব্যাটার হিসেবেই। বিসিবিও গেল পরশু এক বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার ভাবেই বিষয়টি জানিয়ে দিয়েছে। তবে তিনি শুধু বল করতে পারবেন ঘরোয়া ক্রিকেটে, যদিও সেটিও তার জন্য এখন প্রায় অসম্ভব। দেশের সরকার পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে তিনি।
গেল অক্টোবর মাসে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে তার ঢাকায় ফেরার কথা থাকলেও দুবাই পর্যন্ত আসার পর নিরাপত্তার অভাবে আর দেশে ফেরা হয়নি তার। এই একই কারণে যে চলতি মাসের শেষ দিকে শুরু হওয়া বিপিএল খেলতেও আসবেন না তিনি তা বলাই যায়। ফলে ফের তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করার যোগ্যতা অর্জন করতে হলে ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে মুক্তি।
এদিকে তার ক্রিকেট ক্যারিয়ারের আগে গেল পাঁচ আগস্টের পর থেকে ব্যক্তিগত জীবনেও নেমে আসে আধারের কালো ছায়া। যার মূল কারণ চলতি বছর আওয়ামী লিগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি হত্যা মামলার আসামিও বনে গেছেন। শুধু তা-ই নয়, পুঁজিবাজার কারসাজির সঙ্গেও তার সংশ্লিষ্টতারও প্রমাণ পাওয়া গেছে।
এ নিয়ে তাকে শাস্তি স্বরূপ ৫০ লাখ টাকা জরিমানাও করেছে অন্তবর্তীকালীন সরকার। যদিও অর্থ উপদেষ্টার মতে এই জরিমানা আরো দুই বছর আগেই সাকিব আল হাসানকে করা উচিত ছিল। সব কিছু মিলিয়ে সাকিব আল হাসান এক গোলক ধাঁধার মধ্যে আটকা পড়েছে। একের পর এক বড় বাধা তার সামনে এসে দাড়াচ্ছে। এর থেকে বেরিয়ে হাসিমুখে নিজের রাজকীয় ক্যারিয়ারের সমাপ্তি টানতে পারবে কি না, সেটা সময়ই বলে দেবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com