স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ সমতার পর ওয়ানডেতে ধবলধোলাই বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে ১০ বছর পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এখন টি-টোয়েন্টি সিরিজের পালা। যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
ওয়ানডেতে লিটনের বছরটা অবশ্য কেটেছে একেবারেই বাজে। চলতি বছর ওয়ানডেতে মাত্র ৬ রান করেছেন লিটন। ৫ ম্যাচ খেলে তিনটিতেই ফিরেছেন শূন্য রানে। সবশেষ ম্যাচেও রানের খাতা খুলতে পারেনি লিটন।
সব মিলিয়ে ব্যাট হাতে রান না পাওয়ায় কঠিন চাপে আছেন এই ব্যাটার। আর এই অবস্থায় টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেওয়ার ভার বর্তেছে তার কাঁধে। সেই ভার লিটন কতটা বইতে পারেন সেটাই এখন দেখার। তবে ফরম্যাট ভিন্ন হওয়ায় লিটনকে নিয়ে আশাবাদী হচ্ছেন সমর্থকরা।
২০২৪ সালটা অবশ্য ব্যাট হাতে ভালো কাটছে না লিটনের। চলতি বছর এখন পর্যন্ত ১৬ ইনিংসে লিটনের রান ৩৯৪। এর মধ্যে টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৩৮রানের একটা ইনিংসও আছে। গড় ২৪.৬২। যাকে খুব একটা ভালো বলার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে অধিনায়ক হিসেবে দলকে কতটা চাপমুক্ত রাখতে পারবেন নিজে চাপে থাকা এই ব্যাটার সেটা নিয়ে সংশয় থাকছেই।
অবশ্য এই ফরম্যাটের পরিসংখ্যান কথা বলছে লিটনের পক্ষেই। দেশের তৃতীয় সর্বোচ্চ রান লিটনের। ৯০ ইনিংসে ২ হাজার ৩ রান লিটনের নামের পাশে। গড় ২৩.০২। এই ফরম্যাটে সবার ওপরে সাকিব আল হাসান। রেকর্ড ২৫৫১ রান সাকিবের।
তবে ন্যূনতম ১ হাজার রান করেছেন এমন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটনের স্ট্রাইক রেটই সর্বোচ্চ। এই ফরম্যাটে লিটনের স্ট্রাইক রেট ১২৫.৫৭। ফিফটি আছে ১১টি। অর্থাৎ এই ফরম্যাটে বড় ইনিংস খেলার সামর্থ্য আছে লিটনের।
নিজের খেলা সবশেষ টি-টোয়েন্টি ম্যাচেও হেসেছে লিটনের ব্যাট। ভারতের বিপক্ষে হায়দরাবাদে ২৫ বলে ৪২ রান এসেছিল লিটনের ব্যাট থেকে। যা চাপে থাকা লিটনকে হয়তো কিছুটা হলেও সাহসী করতে পারে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে মাঠে নামার আগে। কেননা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে যে লিটনের ব্যাটেই তাকিয়ে আছে বাংলাদেশ।
উল্লেখ্য, লিটন দাসের নেতৃত্বে আগামী ১৬ ডিসেম্বর সকাল ৬টায় প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৮ ও ২০ ডিসেম্বর একই সময় সিরিজের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন লিটন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com