প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

১৭ বছর পর ফিফার বর্ষসেরা একাদশে জায়গা হলো না মেসির

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ণ
১৭ বছর পর ফিফার বর্ষসেরা একাদশে জায়গা হলো না মেসির

স্পোর্টস ডেস্ক:
ফিফা বর্ষসেরা একদাশ ঘোষণা করবে, আর সেখানে থাকবেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি? এমনটা আবার হয় নাকি। গত ১৭ বছরে যে এটাকে মেসি রীতিমতো নিয়মে পরিণত করেছেন। তাকে রেখেই গত ১৭টি বছর ফিফাকে বর্ষসেরা একাদশ ঘোষণা করতে হয়েছে। তবে এবার দেখা গেল উল্টো চিত্র। ফিফা বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে; অথচ সেখানে জায়গা হয়নি মেসির। মেসি ভক্তদের কাছে যা এক অবাক হওয়ার মতোই ব্যাপার।

২০০৬ সালের পর যে এই প্রথম ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নেই আর্জেন্টাইন মহাতারকা। ২০০৭ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর একাদশে মেসির নামটা ধ্রুবক হয়ে থাকলেও এবার ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে জায়গা হয়নি রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীর।

সেরা একাদশে নেই মেসির ‘চির প্রতিদ্বন্দ্বী’ ক্রিস্টিয়ানো রোনাল্ডোও। অবশ্য মেসি ও রোনালদো ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হয়েই শিরোনাম হয়েছিলেন সপ্তাহখানেক আগে। ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে শুধু মেসি-রোনাল্ডোই জায়গা পেয়েছিলেন সংক্ষিপ্ত তালিকায়।

আজ প্রকাশিত পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দেরই নিরঙ্কুশ আধিপত্য। চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের ৬ জন ও টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটির খেলোয়াড় আছেন ৪ জন। একাদশে জায়গা পাওয়া অন্য খেলোয়াড়টি লিভারপুলের ভার্জিল ফন ডাইক।

ছেলেদের একাদশের মতো আজ মেয়েদের বর্ষসেরা একাদশও ঘোষণা করেছে ফিফপ্রো। ছেলে-মেয়ে মিলিয়ে বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে।

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ—পুরুষ

গোলরক্ষক

এদেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)

ডিফেন্ডার

দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন)

ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)

আন্তনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)

মিডফিল্ডার

জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)

কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)

টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি)

রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)

ফরোয়ার্ড

আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)

কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স)

ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ—নারী

গোলরক্ষক

মেরি ইয়ার্পস (ম্যান ইউনাইটেড/পিএসজি, ইংল্যান্ড)

ডিফেন্ডার

লুসি ব্রোঞ্জ (বার্সেলোনা/চেলসি, ইংল্যান্ড)

ওলগা কারমোনা (রিয়াল মাদ্রিদ, স্পেন)

অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড)

মিডফিল্ডার

আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)

অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা, স্পেন)

কিরা ওয়ালশ (বার্সেলোনা, ইংল্যান্ড)

ফরোয়ার্ড

বারব্রা বান্দা (শাংহাই শেংলি/অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া)

লিন্ডা কাইসেদো (রিয়াল মাদ্রিদ, কলম্বিয়া)

লরেন জেমস (চেলসি, ইংল্যান্ড)

মার্তা (অরল্যান্ডো প্রাইড, ব্রাজিল)

Sharing is caring!