প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জিম্বাবুয়ের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪, ০৪:০৪ অপরাহ্ণ
জিম্বাবুয়ের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান

 

স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরুতেই বড় ধাক্কা খেল পাকিস্তান দল। বুলাওয়েতে বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার জিম্বাবুয়ের কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮০ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান।

 

টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহাম্মদ রিজওয়ান। আগে ব্যাট করতে নেমে ২০৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলীয় ১২৫ রানে ৭ উইকেট হারানোর পর সিকান্দার রাজা এবং রিচার্ড এনগারাভার ব্যাটে কোনোমতে দুইশ পার করে স্বাগতিকরা। রাজা করেন ৫৬ বলে ৩৯ আর এনগারাভা করেন ৫২ বলে ৪৮ রান।

পাকিস্তানের হয়ে স্পিনার সালমান আলি আগা এবং ফয়সাল আকরাম নেন ৩টি করে উইকেট।

 

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে ছিল পাকিস্তান। ৫৮ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসে রিজওয়ানরা। এদিন সায়েম আইয়ুব (১৭ বলে ১১), আবদুল্লাহ শফিক (৫ বলে ১), কামরান গুলাম (২৮ বলে ১৭), সালমান আগা (১১ বলে ৪), হাসিবুল্লাহ খানের (০) কেউই সুবিধা করতে পারেননি।

রিজওয়ান ৪৩ বল খেলে ১৯ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের ইনিংসে ২১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তাতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বিজয়ী হয় জিম্বাবুয়ে।

এদিন দুটি করে উইকেট নেন ব্লেসিং মুজারবানি, শন উইলিয়ামস ও সিকান্দার রাজা।

Sharing is caring!