প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ওমরাহ পালনে সাকিব এখন সৌদি আরবে

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪, ০৩:১৬ অপরাহ্ণ
ওমরাহ পালনে সাকিব এখন সৌদি আরবে

ক্রীড়া ডেস্ক:

অনেকদিন ধরেই জাতীয় দলে নেই সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তনে দেশের মাটিতেও পা রাখা হয়নি টাইগার অলরাউন্ডারের। এরপর থেকে যুক্তরাষ্ট্রেই পরিবারের সঙ্গে থাকছেন তিনি। সেখান থেকেই পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার (১২ নভেম্বর) মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশির ফেসবুক লাইভে দেখা গেছে, জুব্বা পরিহিত সাকিব মক্কা নগরীতে অবস্থান করছেন। এ সময় তারকা এই ক্রিকেটারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত ভক্তের জটলা দেখা গেছে। ভক্তদের সেলফির আবদারও মিটিয়েছেন সাকিব।

 

জাতীয় দলের হয়ে সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা গিয়েছিল সাকিবকে। ওই সিরিজেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে ফরম্যাটটিতে ইতি টানার ইচ্ছাপ্রকাশ করেছিলেন টাইগার অলরাউন্ডার।

 

সাকিবের ইচ্ছানুযায়ী তাকে রেখেই প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছিল বিসিবি। যদিও দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্দোলনের মুখে তার সে ইচ্ছা পূরণ হয়নি। এরপর সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না সাকিব।

আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছা সাকিবের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুনরায় লাল-সবুজের জার্সিতে ফেরা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাকিব আর খেলতে পারবেন কি না সেটিও বলা মুশকিল।

এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর আদাবরে এক গার্মেন্টসকর্মীক হত্যা মামলায় আসামি করা হয় মাগুরা ২ আসনের সংসদ সদস্য সাকিবের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করে রেখেছে।

Sharing is caring!