স্পোর্টস ডেস্ক:
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। যা সামনে রেখে এবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা।
আগামী ২৭ নভেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। এরপর ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরে। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
ওয়ানডে সিরিজ শেষে আগামী ৫ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাটে মুখোমুখি হবে দল দুটি। এরপর ৭ ও ৯ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।
আয়ারল্যান্ড নারী স্কোয়াড- গ্যাবি লুইস, আভা কানিং, ক্রিশ্চিনা কোল্টার রেইলি, লরা ডিলানি, সারাহ ফোরবেস, অ্যামি হান্টার, আরলিন কেলি, অ্যাইমি মাগুইরে, জেন মাগুইরে, কারা মুরায়, লেয়াহ পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়, ফ্রেয়া সারগেন্ট এবং অ্যালিস টেক্টর।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com