প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আফগানদের বিপক্ষে হারের পর মুশফিককে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ণ
আফগানদের বিপক্ষে হারের পর মুশফিককে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগামী শনিবার সিরিজ বাঁচাতে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। আর এমন হারের পর দ্বিতীয় ম্যাচে আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ মুশফিকুর রহিমের সার্ভিস।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাত নম্বরে ব্যাট করতে নামেন মুশফিক। তখনই প্রশ্ন উঠেছিল; এত পরে কেন ব্যাট করতে এলেন মুশি। সাধারণত, তিন ৪-৫ নম্বরে ব্যাট করে থাকেন। দলের এমন বিপদে হাল ধরতে এতো দেরিতে কেন উইকেটে আসলেন মুশফিক। এমন প্রশ্ন যখন মনে। তখন খোঁজ নিয়ে জানা গেছে ফিল্ডিংয়ের শেষ দিকে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন মুশফিশ।

আঙুলের সেই চোটের ব্যথা সারাতে ও প্রাথমিক চিকিৎসার জন্য কিছুটা পরে ব্যাটিংয়ে নামতে হয়েছে মুশফিককে। তবে পরে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেছে আঙুলের হাড়ে চিড় ধরেছে মুশফিকের।

যা আজ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে। তবে এ অবস্থায় মুশফিকের দ্বিতীয় ওয়ানডেতে খেলা এক রকম অনিশ্চিতই বলা চলে। এমনকি শঙ্কা আছে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামা নিয়েও।

Sharing is caring!