প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে মুজারাবানি গড়লেন অনন্য রেকর্ড

editor
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ণ
সিলেটে মুজারাবানি গড়লেন অনন্য রেকর্ড

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
সিলেট টেস্ট শুরুর আগে আলোচনাটা একটু বেশিই হচ্ছিল টাইগার পেস সেনসেশন নাহিদ রানাকে নিয়ে। দুই দলের সংবাদ সম্মেলনে খোঁচাখুঁচিও কম হয়নি। তরুণ স্পিডস্টারকে নিয়ে চর্চায় কিছুটা আড়ালে পড়ে গেলেও ব্লেসিং মুজারাবানিও যে সিলেটের বাউন্সি উইকেটে ‘এক্স ফ্যাক্টর’ হতে পারেন কে না জানতো! ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই পেসারের গতি আর বাউন্স সিলেটের উইকেটে ব্যাটারদের দুঃস্বপ্ন হলো ঠিকই।

Manual1 Ad Code

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে বড় লিডের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। সেই স্বপ্ন এখন অনেকটাই শঙ্কায় এক মুজারাবানির ছোবলে পড়ে। প্রথম ইনিংসে ৩ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ফাইফার। টেস্টে এ নিয়ে তৃতীয়বার ইনিংসে ন্যূনতম ৫ উইকেট নিলেন মুজারাবানি। এ বছর বুলাওয়েতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেট টেস্টে তার এক ইনিংসে সেরা বোলিং।

এ ছাড়া গড়লেন আরও এক কীর্তি। বাংলাদেশের বিপক্ষে টেস্টে জিম্বাবুয়ের যে কোনো পেসারের সেরা বোলিং ফিগার। যৌথভাবেও শীর্ষে আছেন ব্লেসিং মুজারাবানি। বাংলাদেশের বিপক্ষে এর আগে এক টেস্টে ৮ উইকেট পেয়েছিলেন গ্রান্ট ফ্লাওয়ার এবং অ্যান্ডি ব্লিগনাট। তবে দুজনের কেউই পেসার নন। বাঁহাতি অর্থডক্স বোলার ফ্লাওয়ার ২০০১ সালে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ১০৪ রান খরচায় নিয়েছিলেন ৮ উইকেট। আর ব্লিগনাট একইবছরের বুলাওয়ে টেস্টে ১১০ রানের খরচায় পেয়েছিলেন ৮ উইকেট।

Manual4 Ad Code

ব্লেসিং মুজারাবানি এখন পর্যন্ত এই টেস্টে দিয়েছেন ১২২ রান। রান বেশি খরচা হওয়ায় বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে সেরা বোলিং ফিগারে এখন তিনে আছেন তিনি। তবে আর ১টা উইকেট তাকে বসাতে পারে সর্বোচ্চ উইকেটশিকারীর আসনে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code