প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বড় লিডে চোখ রেখে দিন শেষ করল বাংলাদেশ

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
বড় লিডে চোখ রেখে দিন শেষ করল বাংলাদেশ

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক :
অবশেষে সিলেট টেস্টের তৃতীয় দিনে এসে পরিষ্কারভাবে চালকের আসনে বসেছে বাংলাদেশ। ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দিন শেষের স্কোর- ৪ উইকেটে ১৯৪। লিড ১১২ রানের। হাতে ৬ উইকেট নিয়ে চতুর্থ দিনে এই লিড আরও ফুলিয়ে-ফাঁপিয়ে তোলার চেষ্টা করবে নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে ২৫ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দিনের শুরুতেই হোঁচট খায়। ব্লেসিং মুজারাবানির খাটো লেংথের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। সাজঘরের পথ ধরার আগে তার ব্যাটে আসে ৩৩ রান। এই উইকেটের মধ্য দিয়ে মুমিনুল হকের সঙ্গে তার ৬০ রানের জুটিরও ইতি ঘটে।

Manual4 Ad Code

তবে সঙ্গী হারিয়ে মুমিনুল দমে যাননি। তৃতীয় উইকেটে অধিনায়ক শান্তকে নিয়ে ৬৫ রানের আরও একটি জুটি গড়ে তোলেন তিনি। তবে ফিফটি থেকে ৩ রান দূরে থাকা অবস্থায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার।

Manual7 Ad Code

আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ২০ বলে ৪ রান তুলতেই ধরেছেন সাজঘরের পথ। তবে দিনের শেষদিকে জাকের আলীকে নিয়ে অধিনায়ক শান্তর ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে এখন আশার পারদ চড়ছে বাংলাদেশের।

Manual5 Ad Code

অধিনায়ক শান্ত এখন ব্যাট করছেন ৬০ রানে। আর জাকেরের ব্যাটে এসেছে ২১ রান। চতুর্থ দিনে বড় লিডের আশায় তাদের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।

উল্লেখ্য, সিলেট টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করে ১৯১ রান অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান করা জিম্বাবুয়ে পায় ৮২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে সে লিড টেক্কা দিয়ে এখন সফরকারীদের বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার মিশনে ব্যাট করছে স্বাগতিকরা।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code