প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের মাঠে ‘ঘাম ঝড়ালো’ বাংলাদেশ ও জিম্বাবুয়ে

editor
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
সিলেটের মাঠে ‘ঘাম ঝড়ালো’ বাংলাদেশ ও জিম্বাবুয়ে

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে বৃষ্টির কারণে কিছু সময় জিম্বাবুয়ের অনুশীলন বন্ধ ছিলো। সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে অনুশীলনে নামার কথা ছিল শন উইলিয়ামসনদের। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি প্রস্তুতি। এক ঘণ্টা পঁচিশ মিনিট অপেক্ষায় থাকতে হয় সফরকারীদের।

Manual6 Ad Code

বৃষ্টি থেমে যখন এক ঝলক রোদ তখন মাঠে নামেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। শুরু হয় হালকা দৌড় দিয়ে। এরপর নেটে কেউ ব্যাটিং-বোলিং। প্রায় ৫০ মিনিট ধরে চলে সেই প্রস্তুতি। পরে অনুশীলন শেষে হোটেলে ফিরে জিম্বাবুয়ে।

এরআগে গতকাল দুপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে সিলেটে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

Manual4 Ad Code

এদিকে, সিলেটে টানা তিন দিন অনুশীলন করার পর গতকাল বিশ্রাম করে বাংলাদেশ দল। আজ বেলা আড়াইটার পর অনুশীলন নামে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠে ঘাম ঝড়ান প্লেয়াররা। তাদের চোখেমুখে দেখা গেছে আত্মবিশ্বাসের চাপ।

Manual2 Ad Code

আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের প্রথম টেস্ট ম্যাচ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code