ক্রীড়া প্রতিবেদক:
প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে ডাক পেলেন পেসার তানজিম হাসান। চোটে ভোগায় জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের এই সিরিজে নেই আরেক পেসার তাসকিন আহমেদ।
পিএসএলে খেলতে লিটন দাস পাকিস্তানে যাওয়ায় তিনি এই দলে নেই। আজ বিসিবির ঘোষিত প্রথম টেস্টের দলে জাকের আলীর সঙ্গে ইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে আছেন মাহিদুল ইসলাম। অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ফেরানো হয়েছে দলে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি মুশফিক।
তাসকিনের অনুপস্থিতিতে দলে ফেরানো হয়েছে পেসার খালেদ আহমেদকে। নাহিদ রানা ও হাসান মাহমুদ দলের বাকি দুই পেসার। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে চার বিশেষজ্ঞ পেসার রয়েছে দলে।
২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।
তাসকিনের চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘বাঁ একিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন এখন পুনর্বাসনে আছে, সিরিজে তাকে পাওয়া যাবে না।’
বাংলাদেশের হয়ে এর আগে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলেছেন তানজিম। ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক ২২ বছর বয়সী এই পেসারের। ১০ ওয়ানডেতে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮ টি–টোয়েন্টিতে ২৪ উইকেট নিয়েছেন তানজিম।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com