স্টাফ রিপোর্টার:
আর্জেন্টিনার গোলবন্যায় ভেসে গেল ব্রাজিল! লিওনেল মেসিকে ছাড়াই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্কালোনির শিষ্যরা। বুয়েনস আইরেসের মনুমেন্টালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা।
ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যায় আর্জেন্টিনা। মঙ্গলবার দিবাগত রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।
ম্যাচ শুরুর ২০ মিনিটের মাঝেই ব্রাজিলকে দুই গোল দেয় আর্জেন্টিনা। তবে ২৬ মিনিটে আর্জেন্টিনা রক্ষণের ভুলে ব্যবধান কমায় ব্রাজিল। ম্যাথিয়ুস কুনহার গোলে ম্যাচে ফেরার আভাস দিলেও ৩৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান ৩-১ করে নেয় আর্জেন্টিনা। এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।
গোল পেতে মরিয়া ব্রাজিল বিরতির পর তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। কিন্তু তাতেও লাভ হয়নি। উল্টো আর্জেন্টিনার ফরোয়ার্ডদের সামনে ব্রাজিলের রক্ষণভাগকে দেখা যায় দিকহারা। ৭১ মিনিটে বদলি নামা জুলিয়ানো সিমিওনের গোলে ব্যবধান আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com