স্পোর্টস ডেস্ক:
ইংলিশ ফুটবলের শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা দেওয়ান চৌধুরীর আজ মঙ্গলবার শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে। লাল-সবুজের সমর্থকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন হামজা চৌধুরী। এছাড়া এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আজকের ম্যাচটি নিয়ে আগ্রহের আরও একটি কারণ ভারতীয় দলের অন্যতম কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রী। যিনি অবসর ভেঙে ফিরেছেন ১২ ম্যাচে জয়বুভুক্ষু ভারতকে জয় এনে দিতে।
তবে হামজাকে সামনে রেখেই আজ ভারতকে হারিয়ে মাঠ ছাড়তে চায় লাল সবুজের দল। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ ও ভারতের মধ্যে ম্যাচ ঘিরে মাতামাতি, উত্তেজনা ও সামাজিক মাধ্যমে দুই দেশের সমর্থকদের তর্কবিতর্ক আলাদা উচ্চতায় পৌঁছে গেছে। ফুটবল এত দিন তার ধারেকাছেও ছিল না। কিন্তু আজকের এ ম্যাচ ঘিরে দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতাতেও নতুন একটা ধারা যে তৈরি হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। ম্যাচটিকে ঘিরে উন্মাদনার পারদ দুই দেশেই ঊর্ধ্বমুখী।
ফিফা র্যাংকিংয়ে ২১০টি দেশের মধ্যে ভারতের বর্তমান র্যাংকিং ১২৬, আর বাংলাদেশের ১৮৫। বিশ্ব ফুটবলে নিচের সারির দুটি জাতীয় দলের ম্যাচকে ঘিরে আপাতদৃষ্টিতে তেমন কোনো হইচই হওয়ার কারণই ছিল না, অথচ হচ্ছে। যার কিছু কারণ হামজা ও সুনীল।
তারকার বিচ্ছুরণে আলোকিত হলেও বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ খেলার অভাব থেকেই গেল। কারণ সৌদি আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্প করলেও কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি জামাল ভূঁইয়ারা। সুদানের বিপক্ষে খেলার কথা থাকলেও তারা রাজি হয়নি। তাই সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে খেলে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের। যদিও ভারত নিজ দেশে মালদ্বীপকে ডেকে এনে ৩-০ গোলের দুর্দান্ত একটি প্রস্তুতিমূলক জয়ী ম্যাচ খেলেছে। যেখানে সুনীল ছেত্রীর ছিল এক গোল।
এই ম্যাচের মধ্য দিয়েই প্রথম বাংলাদেশের জার্সি পরে মাঠে নামছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী। এ রকম আন্তর্জাতিক মাপের ফুটবলার এর আগে দক্ষিণ এশিয়ার কোনো দলের হয়ে কখনও খেলেননি। সুতরাং হামজা চৌধুরীর যোগদান পুরো বাংলাদেশ দলের কাছে সমর্থকদের প্রত্যাশা এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com