প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমিদুল

editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ণ
ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমিদুল

প্রজন্ম ডেস্ক:
গত পরশু রাত থেকেই বাংলাদেশের ফুটবলে চলছে হামজা চৌধুরি উন্মাদনা। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন। এজন্য দেশের ফুটবলপ্রেমীরা তাকে নিয়ে উন্মাদনায় মেতেছে। হামজার এই ঢামাডোলে আড়ালে পড়েছে সৌদি আরব থেকে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল হকের ফিরে যাবার খবর।

আজ সকালে সৌদি আরবের তায়েফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল তায়েফে সপ্তাহ খানেক ক্যাম্প করলেও ঢাকায় ফিরেননি। ইতালি থেকে ৯ মার্চ ক্যাম্পে যোগ দেন ফাহমিদুল। একটা অনুশীলন ম্যাচও খেলেছেন। এরপরেই ফিরেছেন ইতালিতে। সেখানে ওলবিয়া ক্যালসিও ক্লাবের খেলোয়াড় তিনি।

জাতীয় দলের ম্যানেজার আমের খান ফাহমিদুল সম্পর্কে বলেন, ‘কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি গেছে। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সব কিছু বিচার-বিবেচনা করেই ফাইনাল স্কোয়াড ঠিক করবেন।’

বৃহস্পতিবার ২০ মার্চ সকালে বাংলাদেশ দল ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে। ফাহমিদুল ইতালি চলে যাওয়ায় প্রাথমিক স্কোয়াড এখন ৩০ থেকে ২৯ এ দাঁড়িয়েছে। তবে এই ২৯ জন থেকে ২৩ জনকে বেছে নেয়াও কিছুটা কঠিন হবে কোচ ক্যাবরেরার জন্য।

পাপন সিং, সুশান্ত ত্রিপুরা সৌদিতে ইনজুরিতে পড়েছেন। তাদের বাদ পড়া নিশ্চিত। দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু ও তারিক কাজীও ফুল ফিট নন। তাই কোচ হ্যাভিয়েরকে ২৩ জন চুড়ান্ত

করতে গলদঘর্ম হতে হচ্ছে।

Sharing is caring!