প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

স্পেনে বার্সা-রিয়ালের মাঝেই প্রতিদ্বন্দ্বিতা, ফ্রান্সে ট্রফির অপেক্ষায় পিএসজি

editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ণ
স্পেনে বার্সা-রিয়ালের মাঝেই প্রতিদ্বন্দ্বিতা, ফ্রান্সে ট্রফির অপেক্ষায় পিএসজি

খেলা ডেস্ক :
ধীরে ধীরে পরিণতির দিকে এগোচ্ছে ইউরোপের শীর্ষ ৫ ঘরোয়া লিগের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগ বা ফ্রেঞ্চ লিগ আঁ-তে এরই মধ্যে ট্রফির গন্তব্য দৃশ্যমান। প্রিমিয়ার লিগে যেমন লিভারপুলের হাতেই লাগাম। আর লিগ আঁ-তে পিএসজির চ্যাম্পিয়ন হওয়া শুধুই সময়ের ব্যাপার। তবে স্প্যানিশ লা লিগা কিংবা ইতালিয়ান সিরি ‘আ’তে দৃশ্যপট ভিন্ন।

জার্মান বুন্দেসলিগাও শেষ মুহূর্তে জমে উঠতে পারে। উত্তাপটা অবশ্য শুধু চ্যাম্পিয়ন হওয়ারই নয়, শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া নিয়েও ক্লাবগুলো মধ্যে চলছে মিউজিক্যাল চেয়ার খেলা।

লা লিগার শিরোপা লড়াইটা ধীরে ধীরে তিন থেকে দুই দলের মধ্যে সীমিত হওয়ার পথে। বিশেষ করে গতকাল রাতের থ্রিলারে বার্সেলোনার কাছে ৪-২ গোলে আতলেতিকো মাদ্রিদের হারের পর চিত্রনাট্যে এখন বেশ পরিবর্তন এসেছে। এই ম্যাচের পর ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

আর নিজেদের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জেতা রিয়াল আছে দুইয়ে। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্টও ৬০। কিন্তু গোল ব্যবধানে বার্সার (‍+৪৮) চেয়ে রিয়াল (‍+৩২) বেশ পিছিয়ে। আর তিনে থাকা আতলেতিকোর পয়েন্ট ২৮ ম্যাচে ৫৬। এমন পরিস্থিতিতে রিয়াল-বার্সাকে টেক্কা দিতে হলে দ্রুত লড়াইয়ে ফিরতে হবে আতলেতিকোকে। পাশাপাশি শীর্ষে থাকা দুই দলের পয়েন্ট হারানোর প্রার্থনাও করতে হবে।

Sharing is caring!