ক্রীড়া ডেস্ক:
তিন উইকেটে ১০১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমেই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ দল। একে একে ফিরেছেন মুশফিকুর রহিম, মাহমুদুল হাসান জয় এবং লিটন দাস।
তৃতীয় দিনের পঞ্চম ওভারের উইকেটের দেখা পায় দক্ষিণ আফ্রিকা।
আগের দিনে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় রাবাদার বলে উইকেটের পিছনে বেডিংহামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর একই ওভারে আউট হয়েছেন মুশফিকও। রাবাদার ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে গিয়ে স্টাম্প উড়ে গেছে মুশফিকের।
মুশফিকুর, জয়ের পর ফিরে গেছেন লিটন দাসও।
কেশব মহারাজের ধীর গতির বল টার্ন করে লিটনের ব্যাট ছুঁয়ে চলে যায় কাইল ভেরেইনার হাতে। আম্পায়ার মহারাজের আবেদনে সাড়া না দিলে একেবারে শেষ মুহূর্তে রিভিউ নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তাতেই আউট হলেন লিটন।
৭ ওভারে ১২ রান তুলতেই বাংলাদেশ হারালো ৩ উইকেট।
ব্যাটিয়ে আছেন মেহেদি হাসান মিরাজ ও অভিষিক্ত জাকের আলী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। হাতে আছে ৪ উইকেট। তাতেই দেখা দিয়েছে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com