প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

১৭ মার্চ সিলেটে আসছেন হামজা চৌধুরী, নিরাপত্তা ব্যবস্থা রাখছে বাফুফে

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ
১৭ মার্চ সিলেটে আসছেন হামজা চৌধুরী, নিরাপত্তা ব্যবস্থা রাখছে বাফুফে

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারাবাহিকতায় এবার জাতীয় দলে যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ডিফেন্সিভ মিডে খেলা এই ফুটবলারের। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সময়ের সীমাবদ্ধতার কারণে হামজার জন্য আলাদা সংবর্ধনার আয়োজন না করলেও, সিলেটে অবতরণ থেকে শুরু করে ঢাকায় আসা এবং ভারতে যাত্রা পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাফুফে। সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন, হামজা ১৭ মার্চ সিলেট পৌঁছানোর পর বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি হবিগঞ্জের উদ্দেশে রওনা হবেন, যেখানে তার যাতায়াতের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন অফিসিয়ালও দায়িত্ব পালন করবেন।

হামজার আগমনকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শুরুতে তাকে লালগালিচা সংবর্ধনার পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে ২০ মার্চ ভারত সফরের আগে তাকে মিডিয়ার সামনে আনার পরিকল্পনা রয়েছে বাফুফের।

হবিগঞ্জ থেকে ১৮ মার্চ রাতে বা ১৯ মার্চ সকালে ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে হামজার। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে জাতীয় দলের ফটোশুটের পর তিনি ক্যাম্পে যোগ দেবেন। ঢাকায় অনুশীলনে অংশ নেবেন কি না, তা নির্ভর করছে প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তের ওপর।

Sharing is caring!