প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারতে ৮ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

editor
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ণ
ভারতে ৮ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক:
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র থেকে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ উপায়ে বসবাসের অভিযোগে রাজ্যের থানে জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈধ নথিপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের থানে জেলায় ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গত শনি ও বোরবার থানে জেলার ভিওয়ান্ডি শহরের কালহার এবং কোনগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে বসবাসের বৈথ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এক নারীসহ ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে।

পুলিশ বলছে, গ্রেপ্তার বাংলাদেশিরা ভারতে বসবাসের বৈধ নথিপত্র দেখাতে পারেননি। যে কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

থানে পুলিশ বলেছে, গ্রেপ্তারের পর ওই বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতীয় বিদেশি নাগরিক আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের আওতায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন শ্রমিক, একজন রাজমিস্ত্রি এবং একজন প্লাম্বারের কাজ করতেন। এছাড়া বাকি তিনজন ভাঙারি মাল বিক্রি করতেন।

Sharing is caring!