প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ণ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের মোক্তার হোসেন মিজি (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনার আলুলাতে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত মোক্তার উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের মৃত আলী আকবর ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভাগ্য পরিবর্তন করতে বিগত ২০০৪ সালে মামার হাত ধরে সৌদি আরবে যান মোক্তার হোসেন। পরবর্তীতে সেখানে নিজে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। রোববার তিনজন ওমরাহ যাত্রীকে নিজের প্রাইভেটকারে করে আলুলা থেকে মদিনা এয়ারপোর্টে পৌঁছে দিতে যাচ্ছিলেন। আলুলা এলাকা পার হওয়ার আগেই একটি লরি পেছন থেকে ধাক্কা দিলে তার গাড়িটি বেশ কয়েকটি পল্টি খায়। কারটি থামলে আগুন ধরতে শুরু করে। এ সময় স্থানীয়রা দৌড়ে এসে গাড়ির পেছন থেকে তিন যাত্রীকে উদ্ধার করে। তবে ড্রাইভিং সিটে থাকা মোক্তার হোসেনকে উদ্ধারের আগেই গাড়িটি দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এসময় গাড়িসহ সম্পূর্ণ ভস্মীভূত হন মোক্তার হোসেন।

নিহত মোক্তার ৪ ছেলে ও ১ মেয়ের জন। তিনি সর্বশেষ ৪ জুলাই বাড়ি থেকে সৌদিতে যান। যাওয়ার পূর্বে সৌদিতে মৃত্যু হলে সেখানেই তাকে দাফনের ওসিয়ত করে গিয়েছেন। ওসিয়ত অনুসারে মদিনাতেই তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

Sharing is caring!