স্টাফ রিপোর্টার:
স্পেনে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদে রোজাদার মুসল্লিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সচিব ইউছুফ আলী, সদস্য আব্দুল কাইয়ুম সেলিম, রিপন আহমেদসহ অন্য নেতারা।
কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আবুল কাশেম, হাফিজ ওসমান খান শামীম, আব্দুর রউফ, রাজু আহমদ প্রমুখ।
ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম গাজী মুবিন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com