প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৬ হিজরি

আন্দোলনে হামলার মামলায় সাবেক মন্ত্রী ২ দিনের রিমান্ড

editor
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ণ
আন্দোলনে হামলার মামলায় সাবেক মন্ত্রী ২ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহারের আদালত বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন। তবে রিমান্ডকালে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সকালে মেহেরপুর জেলা কারাগার থেকে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ড চেয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সালেহ মোহাম্মদ নাছিম। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং সেই জিজ্ঞাসাবাদ জেলগেটেই সম্পন্ন করার আদেশ দেন।

গতকাল বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে আনা হয়। তার আগমনের খবর শুনে অনেক উৎসুক মানুষ সড়কে বেরিয়ে আসেন। জেলা কারাগারের সামনেও ভিড় করেন অনেকে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে এবং কারাগারের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। সেই মামলায় প্রধান আসামি হিসেবে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে স্থানান্তর করা হয়।

Sharing is caring!