নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাইজাদি ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।
প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে সুমন বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিএনপির লাখ লাখ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, ঘুম-খুনের শিকার হয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ বলে জনগণ মনে করেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই হবে মানুষের মুক্তির পথ।
সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন জিকু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা শামীম, সফর আলী কলেজের সাবেক জিএস আবু হানিফ রিমনসহ প্রমুখ।
গণসমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com