স্টাফ রিপোর্টার:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত আমাদের নিয়ে মিথ্যাচার করছে। এই ব্যাপারে আমাদের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকতে হবে।’
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশালে জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের মতো কোনো মিথ্যা রিপোর্ট দিবেন না, এটা আপনাদের প্রতি আমরার অনুরোধ রইল।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করতে হবে। এ জন্য আমাদের কি কি চেষ্টা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো কীভাবে করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম।
বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
Sharing is caring!